ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাসদ প্রার্থী মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী ইশতেহার ঘোষণা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৪, ২৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাসদ মনোনীত মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।    

গতকাল মঙ্গলবার (২৪ জুলাই) অশ্বিনীকুমার হলে বাসদ মনোনিত মেয়র প্রার্থী ডা: মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।

নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সঞ্চালনা করেন বাসদ জেলা সদস্য বদরুদ্দোজা সৈকত।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সভাপতি সংরক্ষিত নারী আসন-৩ এর কাউন্সিলর প্রার্থী জোহরা রেখা ও  নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হাশেম প্রমুখ।

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি